সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ১৪ এপ্রিল : গত ১২ এপ্রিল রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতন লাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে, রাজ্যের দুই করোনা আক্রান্তের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।
এরই মধ্যে গতকাল সোমবার রাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুকে একটি পোস্ট করে জানান যে, রাজ্যের প্রথম করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত গোমতী জেলার উদয়পুরের গোকুলনগরের মহিলার শরীরে সম্প্রতি পরপর দুবার করোনার নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ এসেছে।
উনাকে কিছুদিনের মধ্যেই আগরতলা মেডিক্যাল কলেজ থেকে কোয়ারান্টাইনে পাঠিয়ে নজরদারিতে রাখা হবে। আশা করা যায়, খুব শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
উনাকে কিছুদিনের মধ্যেই আগরতলা মেডিক্যাল কলেজ থেকে কোয়ারান্টাইনে পাঠিয়ে নজরদারিতে রাখা হবে। আশা করা যায়, খুব শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই সংবাদের পর গোটা রাজ্যে কিছুটা স্বস্তির আবহাওয়া ফিরে এসেছে। এদিকে সংবাদ পাওয়া গেছে, রাজ্যের দ্বিতীয় আক্রান্ত টিএসআর জওয়ানেরও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উনিও কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।
0 মন্তব্যসমূহ