সর্বশিক্ষার শিক্ষককের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্না
সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ৩০এপ্রিল : সর্বশিক্ষার এক শিক্ষক নিজ চাকুরীর এক্সটেনশনের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্না দেন। পরে পুলিশের হস্তক্ষেপে ধর্নার অবসান ঘটে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায়।
তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের বক্তব্যে জানা যায়, সর্বশিক্ষার শিক্ষক মৃদুল রায় গত ২০০৭ সালে সর্ব শিক্ষার শিক্ষক পদে চাকুরী পান। চলতি মাসের ৩০ এপ্রিল মৃদুল রায় চাকুরী থেকে অবসরে যান সরকারি নিয়মানুযায়ী। কিন্তু ওই শিক্ষক আজ সকাল ১১:৩০ নাগাদ বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধরনায় বসেন নিজ চাকুরীর এক্সটেনশনের দাবিতে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ এসে ধর্নায় বসা শিক্ষক মৃদুল রায়কে থানায় তুলে নিয়ে যান।
বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য অনুসারে জানা যায়, ধর্নায় বসা শিক্ষকের দাবি সম্পূর্ণ অযৌক্তিক যা আইন সিদ্ধ নয়। সরকারি নিয়ম অনুযায়ী একটা সময় সকল কর্মচারী কেই অবসরে যেতে হয় আর এটাই বাস্তব।
যখন পেনশন এ চলে যাওয়ার পরও একজন এম্প্লয়ী কে আবার এক্সটেনশন দেওয়া যেতে পারে, তাহলে উনার টা হবে নাকেনো
উত্তর দিনমুছুন