সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৩ এপ্রিল : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় কোভিড-১৯-এর বিরুদ্ধে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য বিমা প্রকল্প অনুমোদিত হয়েছে। এর ফলে ২২লক্ষ ১২ হাজার স্বাস্থ্যকর্মী, যারা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রতক্ষ সংস্পর্শে আসবেন,তাদের জীবনহানি সহ স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিলে তারা ৯০ দিনের জন্য ৫০লক্ষ টাকার বিমার অন্তর্ভুক্ত হবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯-এ সংক্রমিতদের চিকিৎসা হচ্ছে এরকম যে কোনও হাসপাতালে অভূতপূর্ব এই পরিস্তিতিতে কর্মরত বেসরকারি হাসপাতালে কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, স্বেচ্ছাসেবক, চুক্তিভিত্তিক ,অস্থায়ী ও আউটসোর্স কর্মী সকলেই এর আওতায় আসবেন। এই বিমা প্রকল্পটি ৩০ মার্চ ২০২০ থেকে কার্যকর হয়েছে। প্রদানকারী সংস্থা হল নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ