সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২৯ এপ্রিল : আর্ট অফ লিভিং প্রতিনিয়তই ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সঙ্গে মানব সেবায় নিয়োজিত। ফলে বর্তমানে যখন করোনা মোকাবিলার জেরে লকডাউন ঘোষণার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে খেটে-খাওয়া পরিবারগুলির মধ্যে অভাব অনটনের সাথে সাথে খাদ্যাভাবেরও সমস্যা দেখা দিয়েছে, ঠিক তখনি এই সকল মানুষের পাশে এসে দাঁড়ালো আর্ট অফ লিভিং এর ধর্মনগর শাখা ।
আজ আর্ট অফ লিভিং এর ধর্মনগর শাখার উদ্যোগে ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের আওতাধীন হাফলং বাগানের চা-শ্রমিকদের প্রায় ৫৬টি পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো । উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং ধর্মনগর শাখার সকল সদস্যরা।
ছবিঃ স্বরূপ ঘোষ
0 মন্তব্যসমূহ