সোমবার সকাল থেকে ধর্মনগর বাজারে ব্যাপক ক্রেতা সমাগমে সাধারণ জনগনে ভয়ের সঞ্চার


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৩ মার্চ : করোনা ভাইরাস থেকে বাচতে গোটা দেশেই এখন সতর্ক। দেশের সাথে সাথে ত্রিপুরায়ও প্রশাসনের উদ্যোগে চারিদিকেই নানাহ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সরকারি উদ্যোগে চলছে করোনা রোধে সতর্কতা মূলক প্রচার। এমন কি প্রধান মন্ত্রীর আহ্বানে রবিবারের জনতা কার্ফুতেও গোটা রাজ্যের সাথে সাথে  ধর্মনগরবাসিও






 নিজেকে গৃহ বন্দি করে রেখেছিল। কিন্তু সোমবার সকাল থেকেই ধর্মনগর বাজারের চিত্র দেখে সাধারণ মানুষের মনে বেশ ভয়ের সঞ্চার হয়েছে।সোমবার সকাল থেকেই ধর্মনগর বাজারের ব্যাপক ক্রেতা সমাগম যেমন রাজ্য প্রশাসনের জারি করা 



১৪৪ ধারাকে অমান্য করেছে ঠিক তেমনি করোনা নিয়ন্ত্রণে সরকারি সকল উদ্যোগকেও প্রশ্নের মুখে ফেলেছে। কেননা এই অসংখ্য লোক সমাগমে নেই কোন বাধ্যবাধকতা। তাই এখান থেকে যে কোন উপায়ে খুব সহজেই দ্রুত ছড়িয়ে পরতে পারে 

করোনা সংক্রমণ। তাই বাজারে অতি সিঘ্রই ক্রেতা সমাগমে লাগাম টেনে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি হস্তক্ষেপের দাবি উঠেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu