লক ডাউনের আতঙ্কে ধর্মনগরে খাদ্য সামগ্রীর কালোবাজারি। নিয়ন্ত্রণে প্রশাসনিক অভিযান

                                               কালোবাজারি  নিয়ন্ত্রণে প্রশাসনিক অভিযান   ছবি : স্বরূপ ঘোষ।

সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৩ মার্চ : ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ থেকে সতর্কতামূলক বেশ কিছু রাজ্যে লক ডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে বিভিন্ন সংবাদ ধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই ত্রিপুরার জনগণও লকডাউন এর টেনশনে ভোগছেন। তাই সোমবার সকাল থেকেই সাধারণ জনগণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আগাম মজুদ করে রাখার তোড়জোড় শুরু রেছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোমবার সকাল থেকেই ধর্মনগর 


বাজারে সবজির  দাম আগুন। প্রায় দ্বিগুণ তিনগুণ বেশি দরে বিক্রি করা হচ্ছে  আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন খাদ্য সামগ্রী। নিমেষের মধ্যেই এই খবর প্রশাসনের গোচরে গেলে সোমবার দুপুর নাগাদ ধর্মনগরের মহকুমা শাসকের আদেশে খাদ্য দপ্তরের অধিকর্তা সমিরন দেববর্মা ও ডিসি মানিক চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রশাসনিক দল ধর্মনগর বাজারে অভিযান চালায়। এতে প্রকাশ্যে চলে আসে কালোবাজারিদের বেআইনি কার্যকলাপ। প্রথমবারের মতো তাদেরকে প্রশাসনের 


উদ্যোগে হুঁশিয়ার করে দিয়ে ধর্মনগর বাজারের ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের সোমবার বিকেলে মহকুমা শাসক কার্যালয়ে ডাকা হয়। মহকুমা শাসকের পক্ষে মানিক চক্রবর্তী জানিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে যথাযথ ভূমিকা নেয়া হবে। যেকোনো অসাধু ব্যবসায়ীর কালোবাজারি কঠোর হস্তে দমন করা হবে। দেশ যখন করোনার আতঙ্কে ভয়ে ভীত আর তখন এ ভয় কে কাজে লাগিয়ে যারাই দ্রব্যমূল্য বৃদ্ধি করে অথবা বেআইনি মজুদ রেখে ক্রাইসিস তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu