পানিসাগর প্রতিনিধি, ২৩ মার্চ : গতকাল সন্ধ্যা 5 ঘটিকায় পানিসাগর ট্রাফিক পয়েন্টের সংলগ্ন এলাকায় পানিসাগর মিডিয়া সেলের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের আত্মক থেকে সমগ্র ভারতবাসী এবং বিশ্ববাসী পরিত্রাণ পেতে মোমবাতি প্রজ্জলন করে ঈশ্বরের কাছে শান্তি কামনা করা হয় ।
উক্ত শান্তিকামনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মিডিয়া সেলের সক্রিয় সকল সদস্য বৃন্দ ।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগরের বিশিষ্ট সমাজ সেবক অমল কুমার দাস, প্রাণতোষ নাথ মহোদয় ও অন্তু নাথ।আজকের এই কর্মসূচির মাধ্যমে সমগ্র ভারতবাসীকে সার্বিক সুস্থতা কামনা করছেন।
0 মন্তব্যসমূহ