শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২০





সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ০৩ মার্চ : গতকাল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হল। গোটা রাজ্যের সাথে উত্তর জেলার অন্তর্গত কদমতলা ও চুড়াইবাড়ি ভেন্যুতেও মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের প্রথম দিনের ইংরেজি বিষয়ের পরীক্ষা দেয়। 



কদমতলা মহকুমার অধীনে মোট ১১ টি স্কুল যথা - কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আমটিল্লা ভিএন হাইস্কুল, ব্রজেন্দ্রনগর হাই স্কুল, বরগোল হাই স্কুল, কালাগাঙ্গেরপার হাই স্কুল, কুর্তি কলোনি হাই স্কুল, অসেন হার্ট ইংলিশ মিডিয়াম হাই স্কুল, পিয়ারিছড়া টি ই হাইস্কুল, সাত সঙ্গম হাই স্কুল, তারকপুর হাই স্কুল ও কুর্তি মাদ্রাসা আলিমের ছাত্রছাত্রীরা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তাদের মাধ্যমিক পরীক্ষা দেয়। মোট ৫৬১ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে, যাদের মধ্যে রয়েছে ২৪১ জন ছাত্র এবং ৩২০ জন ছাত্রী। এদিকে চুড়াইবাড়ি ভেন্যুতে মোট ৪ টি স্কুল যথা - ২৪১ জন ছাত্র এবং ৩২০ জন ছাত্রী ছাত্রছাত্রীরা আজ মাধ্যমিক পরীক্ষায় বসে। সর্বমোট ২৮২ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে  রয়েছে ১০৫ জন ছাত্র এবং ১৭৭ জন ছাত্রী। এক সাক্ষাৎকারে কদমতলা চুড়াইবাড়ি ভেনুর দায়িত্বে থাকা কদমতলা স্কুলের প্রধান শিক্ষক শ্রী অরবিন্দ দেব জানান, এবারের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের উপস্থিতি অনেকটাই বেশি বলে তিনি জানান।



আরও পড়ুন : তীব্রগতিতে বাইকের ধাক্কায় আহত স্কুলছাত্র, পথ অবরোধে নামল ছাত্রছাত্রী ও অভিভাবকেরা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu