বায়োমেট্রিক অ্যাটেন্ডেস্‌


সবুজ ত্রিপুরা, ০২ মার্চ : রাজ্য সরকার থেকে কলেজ স্তরে কর্মসংস্কৃতি ফেরানোর জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেস্‌ চালু করা হয়েছে। অথচ কলেজে নির্ধারিত ক্লাস কলেজ টিচারদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে, যা করা তাদের বাধ্যতামূলক। তথাপি এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত! ভালো। কিন্তু যেখানে কর্ম সংস্কৃতি একেবারেই ধূলায় লুটাচ্ছে, সে জায়গায় কিন্তু রাজ্য সরকারের হাত পড়ছে না। সমস্ত অফিস আদালতে যদি এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেস্‌ চালু করা হতো তাহলে হয়তো কিছুটাও কর্মসংস্কৃতি ফিরে আসতো, এই জায়গায় সরকারের হাত পড়ছে না কেন? আগামী দিনে এ বিষয়ে সরকারের ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে হয়। অফিস আদালত রাজ্য সরকারের চক্ষু-কর্ণ-নাসিকা। সরকারের কজকরমের সফলতা ও বিফলতা দপ্তরগুলির কাজকর্মের মধ্য দিয়েই প্রতিফলিত হয়।


আরও পড়ুন : একই ট্র্যাডিশন সমানে চলছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu