স্ব-সহায়ক মূল্যে ধান ক্রয় : প্রচারের খামতিতে লোকসানের শিকার কৃষকেরা


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ২৯ ফেব্রুয়ারী :-  স্ব-সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে রাজ্য সরকার। বহুদিন পরে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে খুশি কৃষকরা। কিন্তু অনেক ক্ষেত্রে প্রচারের অভাবে মার খাচ্ছে এই মহতী প্রকল্পটি। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কদমতলা স্কুল মাঠে এফসি আই স্ব-সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, এই খবর অধিকাংশ কৃষকদের কাছে পৌঁছায়নি। এই মাসের ২৬ তারিখ থেকে ধান ক্রয় শুরু হলেও ২৮ তারিখ থেকে ধান ক্রয় শুরু হলেও ২৮ তারিখ অবধি মাত্র ১৩৯ কুইন্টালই ধান কিনেছে এফসিআই।





কদমতলা ব্লক এলাকার  কৃষিপ্রধান অঞ্চলগুলির কৃষকদের ধান ক্রয় করা হচ্ছে এমন সংবাদ তাদের গোচরে যায়নি বলেই বিক্রেতার সংখ্যা কম। ১৮ টাকা ৫০ পয়সা দরে চাল কেনা হচ্ছে বলে জানান এক এফসিআই আধিকারিক। তবে প্রচারে কিছু খামতি থাকায় লোকসানের শিকার এবং বঞ্চিত হচ্ছেন কদমতলায় এলাকার অধিকাংশ কৃষকরা। মার খাচ্ছে রাজ্য সরকারের প্রকল্প। এদিকে প্রকৃত কৃষকদের আড়াল করে এফসিআই কর্তৃপক্ষ ওনাদের মর্জি মাফিক চুপিসারে কেন ধান কিনলেন, তা নিয়ে সকলের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu