কদমতলা থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ০২ মার্চ :-  আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উত্তর জেলার কদমতলা থানার উদ্যোগে গত ২৯শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। মূলত দেশ ও রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। 



এই সভার সভাপতিত্ব করেন কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি শ্রী রাজা ধর। তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুব্রত দেব, কদমতলা থানার ওসি শ্রী কৃষ্ণধন সরকার সহ থানার সকল পুলিশ আধিকারিকগণ এবং কদমতলা ব্লকাধীন ১৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রদান, উপ-প্রদান, সমিতির সদস্য সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীবৃন্দ। 


 আলোচনা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা দেশ ও রাজ্যের আইন শৃঙ্খলার উপর দীর্ঘ আলোচনা রাখেন। কদমতলা থানার ওসি শ্রী কৃষ্ণধন সরকার বলেন, বিশেষ করে সাধারণ জনগণ থেকে শুরু করে জনপ্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবীদের সহযোগিতায় পূর্বের তুলনায় কদমতলা থানা এলাকায় অপরাধ সংক্রান্ত মামলা অনেকটাই কমেছে। এভাবে আগামী দিনেও পুলিশ প্রশাসনের সাথে সাধারণ জনগণ সহযোগিতার হাত বাড়ালে আগামী দিনে ভবিষ্যতে অপরাধ অনেকটাই কম হবে বলে তিনি আশা ব্যক করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu