পানিসাগরে মুদির দোকানে মদের ব্যবসা, আটক কারবারি


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৩১ মার্চ : সারা দেশব্যাপী যখন চলছে লকডাউন তখন কিছু কিছু কালোবাজারিরা নেশা বাণিজ্যে ব্যস্ত ‌।


               মুদির দোকানের নাম করে অবৈধভাবে বিলিতি মদ মজুদ করে বেশ ভালোই কামাই বাণিজ্যে চালাচ্ছিল ওই দোকানের মালিকেরা ।

পানিসাগর বাজারে মুদির দোকান থেকে বাজেয়াপ্ত বিলাতি মদ। ছবি : স্বরূপ ঘোষ।

               আজ গোপন সূত্রে পাওয়া এক সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পানিসাগর মহকুমার বাজারে একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিলিতি মদ উদ্ধার করে পুলিশ ।


               এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অভিজিৎ দাস। সাথে আটক করা হয় দোকান মালিক সজল দাস নামের যুবককে । জানা গেছে,  তার বাড়ি পানিসাগরের  জলাবাসায় ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu