করিমগঞ্জ জেলায় ধরা পড়লো প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ রোগী



সবুজ ত্রিপুরা চুরাইবাড়ি প্রতিনিধি ৩১ মার্চ:--পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলায় ধরা পড়লো প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ রোগী।জানা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ৫২ বছরের করিমগঞ্জ জেলার বদরপুরের বাসিন্দা।দিল্লিতে নিজামুদ্দিন তবলিগি জমায়েতে অংশগ্রহণ করেছিলেন। আর সেই জমা থেকে
                       
                                                                                                করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা।শিলচর মেডিকেল কলেজের পরীক্ষার পর ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়ে।বর্তমানে করুণা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পাশাপাশি ইতিমধ্যে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য দপ্তর করোনা ভাইরাসে আক্রান্ত ৫২ বছর বয়সী ব্যক্তির পরিবারের সকল সদস্যকে বদরপুর হাসপাতালে ১৪ দিনের জন্য ভর্তি করেছে। অপরদিকে আসাম থেকে ২১৬ জন ব্যক্তি এবং মেঘালয়ের ৫ জন ব্যক্তি দিল্লির জমায়েতে অংশগ্রহণ করেছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি কদমতলা থানা এলাকায় প্রশাসনের জোর টহলদারির দাবি উঠছে।                                                


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu