সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৩১ মার্চ : করোনা মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ।
লকডাউনের পর থেকে ধর্মনগর শহরের বিভিন্ন
বাজার এলাকায় উপছে পড়া ভিড় দেখা যাচ্ছিল। যার ফলে করোনা ভাইরাস সামাজিক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে । আর এর জন্যই, ধর্মনগরে প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
কাল অর্থাৎ ১লা এপ্রিল ২০২০ থেকে, থানা রোডের বাবুর বাজার স্থান পরিবর্তন করে দীঘলবাঁক স্থিত জেলা পরিবহন দপ্তর এর মাঠে স্থান্তরিত করা হয়। অন্যদিকে শহরের মূল বাজার অর্থাৎ বড় বাজার
স্থান পরিবর্তন করে ডি.এন.ভি ময়দানে
স্থান্তরিত করা হয়। আজ এই সিদ্ধান্ত প্রশাসন থেকে জানান হয়।
ছবি : স্বরূপ ঘোষ
0 মন্তব্যসমূহ