HeadLogo

এমজিএনরেগায় সালকাহাম ভিলেজে উন্নয়নমূলক কাজসবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ০৬ মার্চ :-  উত্তর জেলার অন্তর্গত লালজুরি ব্লকের সালকাহাম এডিসি ভিলেজে চলতি অর্থবছরে এমজিএন্রেগায়র মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
 

গত ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত ভিলেজে নতুন কাচা রাস্তা তৈরী, মাছ চাসের জন্য বাঁধ, জমি সমতল, জলসেচের জন্য নালা খনন সহ মোট ২৫টি প্রকল্পেরকাজ বাস্তবায়ন করা হয়েছে। এতে মোট ২১,২১১ স্রমদিবসের কাজ হছে। ব্যয় হয়েছে ৩১,২২,৬৪৫ টাকা। সালকাহাম এডিসি ভিলেজ কার্য্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই