উত্তর জেলার ধর্মনগর




সবুজ ত্রিপুরা, ০৬ মার্চ : ফটিকুলি বাজারের বর্তমান নাম ধর্মনগর। ত্রিপুরার বহু শহরের চেহারার আমূল পরিবর্তন ঘটলেও ধর্মনগর যেন সেই ফটিকুলিতেই পড়ে আছে।  রাজন্য আমলে উন্নয়নের যেটুকু ছোঁয়া লেগেছিল, তার থেকে খুব একটা সামনের দিকে এগিয়ে যায়নি এই শহর। ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু দালানবাড়ি গজিয়ে উঠলেও সরকারি তকমা নিয়ে দাঁড়িয়ে থাকা হাতে গোনা দু-চারটি অফিস আদালত এই জেলার মানুষের উন্নয়নের ভরসা। উত্তর জেলা আগেও ছিল। তাই এ জেলাকে দু'ভাগ করে দুটি জেলায় রূপান্তরিত করা হয়েছে। উত্তর জেলার নতুন নামকরণ করা হয়েছে ঊনকোটি। পুরাতন উত্তর নামটি আবার নতুন আঙ্গিকে ধর্মনগরের মাথায় এসে চেপে বসেছে। কথাটা এই কারণেই বলা হল - জেলা ঘোষণার ৮ বছর পরও উত্তর জেলা এখনও পূর্ণাঙ্গ জেলায় পর্যবসিত হয় নি।
 
 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu