কাঞ্চনপুর বাজারকে পরিষ্কার ও ভাইরাসমুক্ত করতে ঔষধ স্প্রে


সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর প্রতিনিধি, ৩১ মার্চ : সারাদেশ ব্যাপী লকডাউন পালিত হচ্ছে।


         উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায়ও রাস্তাঘাট, দোকানপাট রয়েছে জনশূন্য। শুধুমাত্র সরকার স্বীকৃত কয়েকটি জরুরী পরিষেবা খোলা রয়েছে যেমন পেট্রলপাম্প, রান্নার গ্যাস এজেন্সি, শাক-সব্জির দোকান, ঔষধের দোকান ইত্যাদি।

কাঞ্চনপুর বাজার এলাকায় সাফাই। ছবি : টিঙ্কু নাথ।

               আজ লকডাউনের সপ্তম দিনে কাঞ্চনপুর বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঔষধ স্প্রে করে সাফাই করা হয়। এ বিষয়ে জানা গেছে কাঞ্চনপুর  মহকুমা শাসকের উদ্যোগে এই ঔষধ স্প্রে করানো হচ্ছে গোটা মহকুমায়।দেশব্যাপী লকডাউন এর পাশাপাশি গোটা কাঞ্চনপুর মহকুমার লোকজন ও লকডাউন এর প্রতি মানবিকতা রেখেছে বলে জানান মহকুমাশাসক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu