সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৩১ মার্চ : জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা ধর্মনগর রেলওয়ে কলোনি এলাকায়। মৃত ব্যক্তিকে উদ্ধার কৃত এলাকার যুবকরা জানিয়েছেন।
আজ দুপুর আনুমানিক সারে ৩ টা নাগাদ এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে রেলওয়ে কলোনির ১ নম্বর দিঘিতে স্নান করতে আসেন । হঠাৎ ঐ ব্যক্তির ছোট ছেলের হাতে থাকা একটি বল দিঘির জলে পড়ে যায়। সঙ্গে ঐ ব্যক্তি জলে নেমে পরেন বলটি তুলে আনতে। তিনি জলে নামতেই বলটি ভাসতে ভাসতে প্রায় মাঝ দিঘিতে চলে আসে। ঐ ব্যাক্তিও বলের পেছন পেছন মাঝ দিঘিতে গিয়ে জলে ডুবে যান। তার এই অবস্থা দেখে দিঘির আশপাশের লোকজন চিৎকার শুরু করেন।
ঠিক সে সময় প্রত্যক্ষদর্শি অপু সাহানি ও গুড্ডু পাশোয়ান নামে দুই যুবক জলে নেমে পরেন এবং ডুবে যাওয়া ব্যক্তিকে পারে তুলে আনেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে মৃত ব্যক্তিকে ধর্মনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত ব্যক্তির এখনো কোন পরিচয় মেলেনি।
ছবি সৌজন্যে : স্বরূপ ঘোষ।
0 মন্তব্যসমূহ