ধর্মনগর থেকে গুয়াহাটি যাত্রাকালে চুড়াইবাড়িতে আটক দুই নাইজেরিয়ান যুবক



সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১৬ মার্চ : আবার রাজ্যের সীমান্তে ধরা পড়ল নাইজেরিয়ান নাগরিক। উত্তর জেলার ধর্মনগর থেকে গুয়াহাটি যাওয়ার পথে এস০১-জেসি-৮০৫২ নম্বরের স্বপ্না ট্র্যাভেলস্‌–এর একটি নৈশবাস আসাম-ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়িতে রুটিন তল্লাশির জন্য থামালে ভিতরে বসা দুই নাইজেরিয়ান যুবক পুলিশ দেখতে পায়। পুলিশকে দেখামাত্র দু’জনে বাস থেকে নেমে ত্রিপুরার দিকে দৌড়ে পালিয়ে যায় এবং জঙ্গলে ঢুকে আত্মগোপন করে।



সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ শ্রী মিন্টু শীলকে এ ব্যাপারে অবগত করা হয়। তারপর শ্রী শীল ও কাটতলী ফাঁড়ি ইনচার্জ শ্রী মানবজ্যোতি ডেকা সহ পুলিশবাহিনী নিয়ে রাতে জঙ্গল সার্চ করে অবশেষে পলাতক দুই নাইজেরিয়ান যুবককে ধরতে সক্ষম হয়। ধৃত দুই যুবকের নাম কানু কিংগসুই (২৮) ও চিনেদু নংসু(৩০)। পুলিশের প্রাথমিক তল্লাশিতে এদের কাছে কোনো বৈধ ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি, বরং কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে এরা জানায়, তারা চোরাইপথে ভারতে প্রবেশ করেছে। এ ঘটনায় স্থানীয়রা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্তবর্তী সুরক্ষা নিয়ে। উল্লেখ্য, ধৃতরা ভারতে ব্যবসাজনিত কারণে প্রবেশ করেছে বলে পুলিশকে জানায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu