একই ট্র্যাডিশন সমানে চলছে


সবুজ ত্রিপুরা, ২২ ফেব্রুয়ারী : আমাদের কাছে সেই ওয়াজেদ আলির ভারতবর্ষ সমানে এখনও চলছে। সেই মুদির দোকান, একজন বৃদ্ধ বসে থাকতেন, একজন প্রৌঢ় জিনিসপত্র পরিমাপ করে খরিদারদের সরবরাহ করতেন। ৩৫ বছর পর এই শহরের অনেক-অনেক পরিবর্তন ঘটলেও মুদির দোকানের সেই ট্র্যাডিশন কিন্তু আজ বদলায়নি, সমানে চলছে। আগামীতেও হয়তো বা সমানেই চলবে। কারণ আমরা সবাই এ স্রোতেই ভাসতে অভ্যস্থ হয়ে গেছি। সামাজিক-রাজনৈতিক বিবর্তন ঘটলেও সময়ের সাথে চিন্তা-চেতনার পরিবর্তন না ঘটলে এমনটাই রয়ে যায়। তাই আজ থেকে শতাধিক বছর আগেও একজন সমাজ সচেতন চিন্তাবিদ অনুভব করতে পেরেছিলেন সমাজ ব্যবস্থায় এই নিষ্ঠুর গতিহীনতার পরিহাস, যা আজ সমানে চলছে।


আরও পড়ুন : পরিশ্রুত পানীয় জল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu