পরিশ্রুত পানীয় জল


সবুজ ত্রিপুরা, ১৪ ফেব্রুয়ারী : জীবনধারণের সবচেয়ে বড় উপাদান হল পানীয়জল। সেই পানীয় জলটাই যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে মানবদেহে নানা সমস্যার সৃষ্টি হতে পারে এবং তা হচ্ছেও। ধর্মনগর শহরের সবচেয়ে বড় সমস্যা পরিশ্রুত পানীয় জল। দীর্ঘদিন ধরেই ওয়াটার ট্রিটমেন্টের নামে যে জল ধর্মনগর শহরে পানীয় জলরূপে সরবরাহ করা হচ্ছে, তা আদৌ পানীয়জলের পর্যায়ে পড়ে কি না তার গুণ্মান যাচাই করে দেখার সময় এসে গেছে। প্রায় প্রতিদিনই যে জল পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে, তা জল-কাদায় মিশ্রিত। জল যদি কাদামিশ্রিত রয়ে যায়, তা হলে ট্রিটমেন্ট কোথায় হচ্ছে ? জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মকর্তাদের এর উত্তরটা দিতে হবে। পানীয়জলের নামে মানুষকে বোকা বানানো হচ্ছে কেন ? দপ্তরের কর্মীবৃন্দ বেতন নিচ্ছেন কিসের জন্য ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu