সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি,
১৪ ফেব্রুয়ারী :- দেশের মাননীয় রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক শ্রী রাম নাথ কোবিন্দ গতকাল
মহারাষ্ট্রের লোনাভলায় ভারতীয় নৌবাহিনী আইএনএস শিবাজীকে পুরস্কার প্রদান করেছেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন,
"আইএনএস শিবাজী বহু বছর ধরে পেশাদারিত্বে এবং স্বাতন্ত্র্যের সঙ্গে দেশসেবার
দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্হাপন করে স্মরণীয় হয়ে রয়েছে। এরূপ নিষ্ঠার সঙ্গে
দায়িত্বপালনের জন্য দেশ তাকে অভিনন্দন জানায়। ভারতীয় নৌবাহিনীতে আইএনএস শিবাজীর
অবদান অবিস্মরণীয় এবং তারসাফল্যের জন্য আমরা সকলেই গর্ববোধ করি"।
![]() |
মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক আইএনএস শিবাজীকে পুরষ্কার প্রদান। ছবি সৌজন্যে : ইন্টারনেট। |
তিনি আরও বলেন, দেশের
উপকূলীয় অঞ্চল সাধারণত অর্থনীতি এবং মানুষের উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত। ৯০%
বাণিজ্য সমুদ্রপথে হয়ে থাকে, তাই কেবল দেশের সুরক্ষার ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক
সুরক্ষার জন্যও ভারতীয় নৌবাহিনীর ভূমিকা বৃদ্ধি করা প্রয়োজন। দেশ গঠন প্রক্রিয়ায়
ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে"।
আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে নাবিকদের নিয়োগ
0 মন্তব্যসমূহ