সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর
প্রতিনিধি, ১২ ফেব্রুয়ারী :- বিগত ০৬ ফেব্রুয়ারী উনকোটি জেলার
পেচারথল থানাদিন উত্তর ধনীছড়ার নিখোঁজ লগ ব্যাবসায়ী ধনগোপাল সাহা(৬০)-র খোঁজ শেষ পর্যন্ত পাওয়া গেল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল যে, তাকে খুন করে তথ্য প্রমান
লোপাটের জন্য মৃতদেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। দীর্ঘ প্রায় ৬ দিন অনেক খোঁজাখুঁজির পর গতকাল রাতে মোবাইল ট্রেকিং করে ঘটনার সাথে জড়িত ২ অভিযুক্তকে পুলিশ আটক করে ও জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে মৃতদেহের সন্ধান পায়। আজ সকালে উত্তর জেলা পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তী,
অতিরিক্ত জেলা পুলিশ অধীক্ষক শ্রী রানাদিত্য দাস, উনকোটি জেলার পুলিশ আধিকারিক শ্রী গমন জয় রিয়াং
সহ পেচারথল থানার এসআই শ্রী সনেশ দেববর্মা সহ অন্যান্য কর্মীদের উপস্থিতিতে মৃতের
বাড়ির পাশের দেও নদীর বালু চর থেকে পুঁতে রাখা
সেই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে পচন ধরে গেছে।
দেও নদীর বালুচরে উদ্ধার পেচারথলের ব্যবসায়ীর মৃতদেহ। ছবি : টিংকু নাথ। |
টান টান উত্তেজনার মধ্য দিয়ে সময়টি
অতিবাহিত হলেও আসল অপরাধীরা ধরা পরায় এখন এই হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্যের উন্মোচন হবে বলে অনুমান করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ