শব্দ দূষণ ও নিয়ন্ত্রণ


সবুজ ত্রিপুরা, ০৬ ফেব্রুয়ারী : ধর্মনগর শহরে শব্দদূষণ এতটাই বেড়ে গিয়েছে, যা খুব শীঘ্রই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাজ্যে একটি দপ্তরও আছে অবশ্যই, এ সম্পর্কে তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। যখন তখন মাইক লাগিয়ে তারস্বরে চিৎকার করার নাম সংগীত বা কোনও ধর্মীয় আচরণও হতে পারে না। একজনের কোনও ব্যক্তিগত ধর্মীয় আচরণ অন্য কোনও ব্যক্তির জীবন সমস্যার কারণ যাতে না হয়, সে দিকটা অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু প্রতিনিয়তই সেই বিধি ভঙ্গ করা হচ্ছে। যেখানে এই মাইক লাগানো হয়, সেই জায়গায় এতটা আওয়াজ হয় না, কিন্তু তা দূরে ভেসে আসে। কারও ঘরে অসুস্থ মানুষ রয়েছে, ছাত্র আছে, বয়স্ক লোক আছে; তাই শব্দ দূষণ ও নিয়ন্ত্রণ বিধি সকলে মেনে চলুন। দপ্তরকেও সচেতন হওয়া একান্ত জরুরী। সকলে মিলে সুস্থ সমাজ গড়ে তুলুন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu