সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর
প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারী :- গতকাল দুপুর ০২:০০ ঘটিকায় উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন বিলথৈ-এর চাঁদপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন রাবার
শিট তৈরির কারখানা "এন.বি. রাবার প্রসেসিং ইউনিট"-এর শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর শুভ শুচনা করেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের মাননীয় সভাপতি শ্রী টিংকু রায়। এছাড়াও উপস্হিত
ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি শ্রী ভবতোষ দাস, বিশিষ্ট সমাজসেবী শ্রী যাদব লাল নাথ, যুবরাজনগর পঞ্চায়েত
সমিতির সভাপতি শ্রী শ্রীপদ দাস, দেওছড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী অসীম নাথ, উত্তর
জেলা পরিষদ সদস্য শ্রী লক্ষ্মীকান্ত দাস ও শ্রী প্রশান্ত দেব নাথ এবং ধর্মনগর রাবার বোর্ড-এর সহকারী পরিচালক শ্রী সূধন নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিলথৈ গ্রামের উপ প্রধান শ্রী বিদ্যুৎ গোস্বামী।
রাবার প্রসেসিং ইউনিটের উদ্ঘাটনে উপস্থিত অতিথিবৃন্দ (বাঁয়ে)। রাবার শিট প্রস্তুতিকরণ দেখাচ্ছেন এক কর্মী (ডানে)। ছবি : টিংকু নাথ। |
দীর্ঘ
দিন যাবৎ রাবার চাষে নিযুক্ত এলাকারই একজন রাবার চাষি শ্রী শচীন্দ্র দেব নাথের সম্পূর্ণ নিজস্ব অনুপ্রেরণায় ও পুঁজিতে
গড়ে উঠেছে এই প্রসেসিং ইউনিট। বআধুনিক পদ্ধতিতে প্রসেসিং-এর অপ্রতুলতায় রাজ্যে রাবার চাষে নিযুক্ত কর্মী
থেকে বাগান মালিক উভয়েই সঠিক পরিশ্রমের বিনিময়ে সঠিক মূল্য পায় না। তাই নিজস্ব চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে শ্রী দেব নাথ প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রসেসিং ইউনিটটি গোটা এলাকার রাবার চাষিদের জন্য উন্মুক্ত করে দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলেছেন। আধুনিক মানের মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় ৯০০ পিস রাবার সীট প্রস্তুত করতে সক্ষম, যার ফলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এগুলো বাজারজাত করাও সহজ হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ শ্রী দেব নাথের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন।
0 মন্তব্যসমূহ