সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর
প্রতিনিধি, ২৬ ফেব্রুয়ারী :- নেশার বিরুদ্ধে আবার উত্তর জেলার পুলিশের
সাফল্য লাভ। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদী নাকা গেটে কাঞ্চনপুর পুলিশ ১ ব্যক্তিসহ
আটক করল অবৈধ নেশা সামগ্রী গাঁজা।
ঘটনার বিবরণে প্রকাশ, এক গোপন সূত্রে
পুলিশের কাছে খবর আসে যে, জিরানিয়া থেকে একটি প্যাসেঞ্জার গাড়িতে করে এক ব্যক্তি
গাঁজা নিয়ে কাঞ্চনপুরে আসছে। এই খবর পাওয়ার সাথে সাথে কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক
শ্রী বিক্রমজীৎ শুক্ল দাস তৎপর হন এবং পুলিশবাহিনী নিয়ে মহকুমার বড়হলদী নাকা গেটে
পৌঁছায়। সেখানে নির্দিষ্ট গাড়িটি পৌঁছতেই তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন ৭ কেজি শুকনো
গাঁজা। সাথে আটক হয় গাড়ির চালক, তাঁর নাম - উদয়রাম রিয়াং। পরে কাঞ্চনপুর মহকুমা পুলিশ
বাজেয়াপ্ত গাঁজা সহ গাড়ির চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
0 মন্তব্যসমূহ