আনন্দবাজার থানার বাঙালি উদ্বাস্তুরা ঘরে ফিরল



সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর প্রতিনিধি, ২৮ ফেব্রুয়ারী :- ক্যাব-এর বিরোধিতায় বিগত ১০ই ডিসেম্বর গোটা কাঞ্চনপুর মহাকুমা রিয়াং জাতিগোষ্ঠীর মিশ্র সংগঠনের ডাকে হিংসাত্মক উত্তেজনা প্রেক্ষিতে নিজেদের ভিটে মাটি ছেড়ে এলাকার বাঙালি অংশের আতঙ্কিত ৯৩ টি পরিবার গত ৩ মাস ধরে আশ্রয় নিয়েছিল আনন্দবাজার থানায়।




এরই মধ্যে গত ২৪শে ফেব্রুয়ারি আনন্দবাজার থানায় লিখিতভাবে অবগত করে মোট ৭ টি পরিবার তাদের বাড়ি ফিরে গেলেন। তারা জানায় যে, বিগত ১৫ই ফেব্রুয়ারী রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের প্রস্তাবিত প্যাকেজের প্রতিশ্রুতি মূল্যে তারা সন্তুষ্ট হয়েছেন। তারা আরও জানান আনন্দবাজারের আক্রান্ত পরিবারের অনেকেই স্বাভাবিক জীবনের ন্যায় ব্যবসা-বাণিজ্য করে বসবাস করছেন।


উল্লেখ্য, রাজ্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণের লিখিত দরখাস্ত দিয়েছেন, তাদের মধ্যে ৫ লক্ষ টাকার বেশী ক্ষয়ক্ষতিদেরকে জিএসটির প্রমাণপত্র দিতে হবে এবং ৫ লক্ষ টাকার কম ক্ষয়ক্ষতিদের সরকার ৮০% ক্ষতিপূরণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu