রেলওয়ে ডিভিশন


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৭ জানুয়ারী: ভারতের রেলওয়ে দপ্তর দেশে তিনটি রেলওয়ে ডিভিশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে একটি ডিভিশন হবে উত্তর-পূর্বাঞ্চলে। যেহেতু ত্রিপুরাতে রেল লাইনের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে এবং এই লাইন আরও বিস্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে উত্তর জেলার সদর ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপন অত্যন্ত স্থানোপযোগী হবে বলে রেলওয়ে দপ্তর সূত্রে জানা গেছে। কিন্তু সমস্যা হল ত্রিপুরা সরকারের সক্রিয় ভূমিকা নিয়ে। বিজেপি দলের একসময়ের নির্বাচনী ইস্তাহারেও বলা হয়েছিল, ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপন করা হবে। এখন ভাবনাটা আগরতলা অভিমুখী হয়ে গেছে। রেলওয়ে দপ্তরের নিয়মানুসারে আগরতলায় রেলওয়ে ডিভিশন স্থাপন করা হবে না। তাই ধর্মনগরই উপযুক্ত স্থান। রাজ্য সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করলে ধর্মনগরে অবশ্যই রেলওয়ে ডিভিশন স্থাপিত হবে।


 আরও পড়ুন :  চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন রাজ্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu