সবুজ ত্রিপুরা, বিলোনিয়া
প্রতিনিধি, ১৭ জানুয়ারী : আজ ১৭ই জানুয়ারী শুক্রবার জাতীয় ভোক্তা দিবস। এই দিবসকে সামনে রেখে সচেতনত
ক্রেতাই সুরক্ষিত ক্রেতা বিষয়ের উপর বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি
হলে আজ দুপুরে মহকুমা ভিত্তিক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
বিলোনিয়া মহকুমা প্রশাসনের আয়োজিত
এই দিনের আলোচনা চক্রের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা করেন বিলোনিয়া পুরপরিষদের
চেয়ারম্যান শ্রীমতি শুক্লা দেব সরকার। বিলোনিয়া পুর পরিষদের বাবুল ভৌমিককে সভাপতি করে প্রথমে
স্বাগত ভাষণ রাখেন খাদ্য ও জনসংবরন দপ্তরের সহ অধিকর্তা শ্রী সুমিত মুড়াসিং। স্বাগত ভাষনের পর অনুষ্ঠানের অতিথিরা ক্রেতাদের
স্বার্থ সম্পর্কিত বিভিন্ন আলোচনা তুলে ধরেন।
এ দিনের আলোচনা চক্রে ছিলেন দক্ষিণ জেলার পঞ্চায়েত অধির্কতা শ্রী কমিশনার কলই, ওজন
পরিমাপ দপ্তরের সহ অধির্কতা শ্রী দীপক সরকার, বিলোনিয়া
বিদ্যাপিঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতি পূর্ণিমা দেব।
0 মন্তব্যসমূহ