পিসিআরএ ‘সক্ষম’ ২০২০ তেল সংরক্ষণ বৃহৎ প্রচারাভিযান শুরু



সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৬ জানুয়ারী : পেট্রোলিয়াম ও জ্বালানী গ্যাস মন্ত্রকের অধীনে মাস ব্যাপী জ্বালানী সংরক্ষণ সম্পর্কিত ব্যাপক প্রচারাভিযান সক্ষম’ আজ থেকে শুরু হয়েছে৷ নতুনদিল্লিতে এই অনুষ্ঠানের সূচনা করেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ডঃ এমএম কুট্টি৷


এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ডঃ কুট্টি আমাদের দেশে জ্বালানী পদার্থের গুরুত্ব এবং তেল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর আলোচনা রাখেন৷ তিনি বলেন, “সমৃদ্ধি এবং উচ্চাভিলাষী জীবনযাপনের দরুণ ভারতে শক্তির চাহিদা বাড়িয়ে দেওয়ায় আজ ৮৩% জ্বালানী তেলের আমদানি করা হয়৷ জ্বালানীর সংরক্ষণ এই বিশাল আমদানির দায় থেকে সহায়তা করবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে অবদান রাখবে৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেসক্ষম-এর মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে, স্থায়ী ভবিষৎ নির্ভর করছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর৷”



সক্ষম-২০২০ চলাকালে পিসিআরএ কর্তৃক তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানীতে বিভিন্ন মত বিনিময় ও কর্মসূচীর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এরমধ্যে থাকবেসক্ষম’ সাইকেল দিবস, বেসরকারি যান চালকদের নিয়ে কর্মশালা, গৃহস্থালীর সাথে যুক্ত মহিলাদের নিয়ে সেমিনার ইত্যাদি৷ এ উপলক্ষে সচিব একটি পিসিআরএ”র একটি পাবলিসিটি ভ্যানও চালু করেছেন যা বিভিন্ন রাজ্যে তেল সংরক্ষণের বার্তা নিয়ে বিভিন্ন গ্রামীণ এলাকা সফর করবে৷

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu