ক্রয়ক্ষমতা নাগালের বাইরে


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮ জানুয়ারী: একদিকে টাকার মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে, অপরদিকে দ্রব্যমূল্য ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ যন্ত্রণা। কর্হীন মানুষের সংখ্যা লক্ষ লক্ষ। সংসারে একজন উপার্জনশীল থাকলে পাঁচজন কর্হীনের বোঝা একজনকেই বহন করতে হচ্ছে। যা কিছু উপার্জন হয়, তা দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর এ নিয়ে কোনও মাথাব্যাথা নেই। কিভাবে ক্ষমতা দখল করা যায় সেই নিয়েই তাদের বেশী আস্ফালন। এ অবস্থা চলতে থাকলে আগামী দিনে দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোবে, তাতে কোনও সন্দেহ নেই। একদিকে বেকার সমস্যা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি - সাধারণ মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এর উত্তরণের পথ সরকারকে অবশ্যই খুঁজে বের করতে হবে।

 

 আরও পড়ুন : রেলওয়ে ডিভিশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu