ভারতের কৃত্রিম যোগাযোগ উপগ্রহ জিস্যাট-৩০র সফল উৎক্ষেপণ






সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮ জানুয়ারী : ভারতের সর্বশেষ কৃত্রিম যোগাযোগ উপগ্রহ জিস্যাট-৩০ আজ ফরাসী গায়ানার মহাকাশ বন্দর থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুসারে ফরাসী গায়ানার কৌরৌ উৎক্ষেপণ মঞ্চ থেকে উৎক্ষেপণযান এরিয়ান৫ ভিএ-২৫১ ভারতীয় সময় মাঝরাত ২:৩৫ মিনিটে ভারতের জিস্যাট-৩০ এবং ইউট্যালস্যাটের জন্য ‘ইউট্যালস্যাট কানেক্ট’ কৃত্রিম উপগ্রহ দুটিকে উৎক্ষেপিত করে। উৎক্ষেপণের ৩৮ মিনিট ২৫ সেকেন্ড পর এরিয়ান৫-এর উপরিভাগ থেকে উপবৃত্তীয় ভূসমালয় কক্ষপথে জিস্যাট-৩০ পৃথক হয়। ৩৩৫৭ কেজি ওজনের জিস্যাট-৩০ কক্ষপথে থাকা কয়েকটি কৃত্রিম উপগ্রহের কাজকে এগিয়ে নিয়ে যাবে। এই কৃত্রিম উপগ্রহটি ইনস্যাট-৪এ-কে প্রতিস্হাপিত করবে।



ইসরোর চেয়ারম্যান ডঃ কে. শিবন জানান, জিস্যাট-৩০ কেইউ ব্যান্ডের সাহায্যে ভারতের মূল ভূখন্ড, দ্বীপপুঞ্জগুলিতে এবং সিব্যান্ড দিয়ে এশিয়ার পারস্য উপসাগরের বেশকিছু দেশে ও অস্ট্রেলিয়ায় পরিষেবা প্রদান করবে। ডিটিএইচ টেলিভিশন সার্ভিস, ভিস্যাটের সঙ্গে যোগাযোগ, এটিএম, স্টক এক্সচেঞ্জ, টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে এই কৃত্রিম উপগ্রহ সহায়ক হবে। ডিজিটাল কৃত্রিম উপগ্রহের মাধ্যমে খবর সংগ্রহ করা এবং ই-গর্ভন্যান্স অ্যাপ্লিকেশনের কাজেও এটি ব্যবহার করা যাবে। কর্নাটকের হাসানে ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি জিস্যাট-৩০র নিয়ন্ত্রণ শুরু করেছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu