সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৮
জানুয়ারী : দেশের একতা ও অখন্ডতার ক্ষেত্রে অসামান্য অবদানের
স্বীকৃতিতে সর্বোচ্চ অসামরিক পুরস্কার সর্দার প্যাটেল জাতীয় একতা পুরস্কারের জন্য
অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার
শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল। স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে https://nationalunityawards.mha.gov.in.-এ মনোনয়ন জমা দেওয়া যাবে।
ভারত সরকার সর্দার বল্লভভাই
প্যাটেলের নামে এই পুরস্কার চালু করেছে। জাতীয় একতা ও অখন্ডতার প্রসারে অসামান্য ও
প্রেরণাদায়ক স্বীকৃতি তথা এক মজবুত ও ঐক্যবদ্ধ ভারতের মূল্যবোধগুলির প্রসারে
উল্লেখযোগ্য অবদানের নির্দশন স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ