তেলিয়ামুড়ায় পালস পোলিও কর্মসূচি



সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৯ জানুয়ারী : গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার তেলিয়ামুড়ায় মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পালস পোলিও কর্মসূচি পালিত হয়। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে। এদিনের এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক শ্রী ভাস্বর ভট্টাচার্য্য, ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী শান্তনু বিকাশ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ।



এই দিন উপস্থিত অতিথিরা পালস পোলিও নিয়ে আলোচনা করেন। তাছাড়া বিধায়িকা শিশুদের মুখে পোলিও ড্রপ তুলে দেন। অনুষ্ঠানে মাননীয় বিধায়িকা আহ্বান করেন যে, ০(শূন্য) থেকে ৫ (পাঁচ) বছর বয়স পর্যন্ত সকল শিশুকে যেন পোলিও ড্রপ খাওয়ানো হয় ।


 আরও পড়ুন : ধলাই জেলায় পালস্‌ পোলিও কর্মসূচী উপলক্ষ্যে সভা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu