![]() |
রাজ্যের বিজেপির দলের নব নির্বাচিত সভাপতি ডঃ মানিক সাহা। ছবি : স্বরূপ ঘোষ। |
সবুজ ত্রিপুরা, ধর্মনগর
প্রতিনিধি, ১৯ জানুয়ারী : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির নব নির্বাচিত
সভাপতি হলেন ডঃ মানিক সাহা। যদিও রাজ্য সভাপতি নির্বাচনের সময়সূচী ১৫ ডিসেম্বর নির্ধারিত
থাকলেও বিভিন্ন সাংগঠনিক কারণে নির্ধারিত সময়ে ত্রিপুরায় রাজ্য সভাপতি নির্বাচন করা
যায় নি। এতদিন পর্যন্ত এই পদের দায়িত্বে ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
ডঃ মানিক সাহা পেশায় একজন দন্ত
চিকিৎসক। উনি বর্তমানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের
সভাপতি পদে বর্তমান। তাছাড়াও তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডঃ সাহার নবনিযুক্তির ঘোষণা করলেন দিল্লি থেকে আগত প্রদেশ
বিজেপি সভাপতি নির্বাচনের প্রভারি শ্রী মহেন্দ্র সিং। এ উপলক্ষ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, যদিও ভোট দানের
মাধ্যমে সভাপতি নির্বাচনের কথা ছিল, কিন্তু ডঃ সাহাই কেবলমাত্র মনোনয়নপত্র দাখিল
করেছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই গুরুত্বপূর্ণ পদের জন্য জয়ী হন।
আরও পড়ুন : শরদ অরবিন্দ বোবদে : ভারতের পরবর্তী প্রধান বিচারপতি
0 মন্তব্যসমূহ