পানিসাগরে সাড়ম্বরে ও পূর্ণ মর্যাদায় পালিত ৭১তম প্রজাতন্ত্র দিবস

পানিসাগরে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনে উত্তর জেলার জেলাধিপতি শ্রী ভবতোষ দাস। ছবি : রমাকান্ত দেবনাথ।


সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ২৭ জানুয়ারী : গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর জেলার পানিসাগরে মহকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সকাল ০৯:১০ মিনিট মহকুমার বিবেকানন্দ মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর জেলার মাননীয় জেলাধিপতি শ্রী ভবতোষ দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পানিসাগরের মহকুমাশাসক শ্রীমতী লাল নুন নেইমি ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অভিজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সঞ্জয় দাস, ব্লক আধিকারিক শ্রী হোমাগ্নি ভট্টাচার্য, ডিসিএম শ্রী ভানলাল ডিকা, ওসি শ্রী সৌগত চাকমা, হলিক্রস বিদ্যালয়ের ফাদার ডেভিড কনুরান এবং বিএসএফ ২০ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট শ্রী এম. এল. শর্মা।
 

দিনটিকে যথাযথ মর্যাদার সহিত পালন করতে উপস্থিত ছিল পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হলিক্রস বিদ্যালয়, আঞ্চলিক শরীর শিক্ষা কলেজ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীরা। পতাকা উত্তোলনের প্রাকমূহুর্তে হলিক্রস স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাধ্যমে জেলাধিপতি মহোদয়কে গার্ড অব অনার দেয়। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে প্যারেডের এবং নাচ, গান এবং যোগা প্রদর্শনের মাধ্যমে দিনটি আরও প্রানবন্ত হয়ে ওঠে। এ উপলক্ষ্যে দলমত নির্বিশেষে মানুষের উপস্হিতি ছিল লক্ষনীয়। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu