সবুজ ত্রিপুরা,
সংবাদমাধ্যম, ২৭
জানুয়ারী : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ২৮শে
জানুয়ারি নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্পস্
(এনসিসি)-এর র্যালিতে যোগদান করবেন।
এই অনুষ্ঠানে এনসিসি-র
বিভিন্ন শাখা কুচকাওয়াজে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী তাঁদের অভিবাদন গ্রহণ
করবেন। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এনসিসি ক্যাডেটরা প্রধানমন্ত্রীর সামনে
অ্যাডভেঞ্চার স্পোর্টস, পারফর্মিং আর্টস এবং সঙ্গীত উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী
এনসিসি-র মেধাবী ক্যাডেটদের পুরস্কার বিতরণ করবেন এবং ঐ সমাবেশে ভাষণ দেবেন।
প্রতি বছর শত শত
এনসিসি ক্যাডেট সাধারণতন্ত্র দিবসের শিবিরের জন্য নতুন দিল্লি আসেন। গত বছর
প্রধানমন্ত্রী এনসিসি র্যালিতে ভাষণ দেওয়ার সময় প্রাকৃতিক বিপর্যয়ে ক্যাডটদের
ত্রাণ ও উদ্ধারকাজে অংশ নেওয়া এবং স্বচ্ছ ভারত অভিযানের মতো বিভিন্ন উদ্যোগে সামিল
হওয়ার প্রশংসা করেন।
0 মন্তব্যসমূহ