কদমতলায় আগর শিল্পের উন্নয়নের লক্ষ্যে এক দিবসীয় কর্মশালা ও বিশেষ শিবির




সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ০৮ জানুয়ারী : উত্তর জেলা বন দফতরের উদ্যোগে গতকাল কদমতলা টাউনহলে আগর শিল্পের উন্নয়নের লক্ষ্যে একটি এক দিবসীয় কর্মশালা ও বিশেষ শিবিরের আয়োজন করা হয়। আগরকে উন্নতিকরণ করা, প্রতিটি গাছের বৈধ রেজিস্ট্রেশন এবং সরকার থেকে রেজিস্ট্রেশন প্রাপ্তির প্রক্রিয়ার উপর দীর্ঘ আলোচনা রাখা হয় উক্ত অনুষ্ঠানে।

অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের সভাপতি শ্রী টিংকু রায়। তাছাড়া বন দপ্তরের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার বন আধিকারিক ডঃ নরেশ বাবু এন., উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রী নগেন্দ্র দেববর্মা, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ শ্রী অলিন্দ রস্তোগী এবং কদমতলা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুব্রত দেব প্রমুখ। শ্রী রস্তোগী উপস্থিত আগর চাষী ও ব্যবসায়ীদের প্রতি সরকারী লাইসেন্স এবং রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে আলোচনা রাখেন। এই এক দিবসীয় কর্মসূচিতে বহু কৃষক নিজেদের আগের রেজিস্ট্রেশন জমা দিয়েছেন বনদপ্তরের আধিকারিকদের নিকট। আগর চাষকে ঘিরে বর্তমানে কদমতলার আগর চাষী ও ব্যবসায়ীদের মনে খুশির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu