উত্তর জেলায় ধর্মনগর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও চাইল্ডলাইন ধর্মনগর-জম্পুই সাব কমিটি সচেতনতামূলক যৌথ অভিযান

সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ০৭ জানুয়ারী : গতকাল সকাল আনুমানিক ১১:৩০ টা নাগাদ পানিসাগর নগর এলাকাসহ পানিসাগর বাজারে ধর্মনগর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি এবং চাইল্ড লাইন ধর্মনগর জাম্পুই সাবসেন্টারের যৌথ প্রয়াসে অপ্রাপ্তবয়সের শিশু শ্রমরোধে সচেতনতা মূলক অভিযান বাস্তবায়িত হয়।উক্ত সচেতনতামূলক অভিযানে নেতৃত্ব দেন চাইল্ড লাইন ধর্মনগর জাম্পুই সাব সেন্টারের সদস্যা শ্রীমতী অঙ্কিতা দেব ও শ্রীমতী পুষ্পা রায় এবং সিডাব্লিউসি সদস্য শ্রী শক্তি নারায়ন ভৌমিক, শ্রী মিহির রঞ্জন দেব, শ্রীমতি সুমিত্রা ধর ও শ্রীমতি তপতী দাস সহ পানিসাগর আরক্ষা প্রশাসন এবং পানিসাগর মহাকুমার দুজন সংবাদ। অভিযান কালে পানিসাগর বাজারের সবক'টি ষ্টল, রেষ্টুরেন্ট, গ্যারেজ, বেকারি, মুদিখানা, বিপণি কেন্দ্র ইত্যাদিতে অভিযান চালিয়ে কয়েকটি গ্যারেজে এবং দোকানে মোট ১১ জন অপ্রাপ্ত বয়সের শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেছে। এদের সাথে একান্ত সাক্ষাতে যানা যায় যে, পারিবারিক অসচ্ছলতা এবং শিক্ষার অনগ্রসরতার ফলে অসহায় হয়ে আজ এরা জীবন জীবিকা নির্বাহের দরুন এই পথ বেছে নিয়েছে। আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ীগণ।
পানিসাগর বাজারে শ্রমদপ্তরের অস্থায়ী কার্যালয় থাকা সত্ত্বেও গোটা এলাকায় এই ধরনের অবৈধ কার্যকলাপ কি করে সম্ভব হয়, তানিয়ে এলাকায় গুঞ্জন চলছে। এই ধরনের সচেতনতামূলক অভিযানের  অঙ্গ হিসেবে পানিসাগর, জলাবাসা ও পেকুছড়া এলাকায় কয়েকটি ইটভাট্টায় অনুসন্ধান করতে গিয়ে মহিলা ও  শিশু শ্রমিকের সন্ধান মেলে। ভাট্টামালিকেরা কমখরচে অধিক মুনাফা কামাই করতে জেনে শুনে অবৈধভাবে এবং ভারত সরকারের শ্রম আইন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিশু শ্রমিকদের কাজে নিযুক্ত করে। খবর নিয়ে দেখা গেছে যে, বহিঃরাজ্য থেকে আসা হাজারো শ্রমিকদের কোন ধরনের বৈধ পরিচয়পত্র ছাড়াই তাদেরকে কাজে নিযুক্ত করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu