ধলাই জেলায় পালস্‌ পোলিও কর্মসূচি উপলক্ষ্যে সভা





সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ০৬ জানুয়ারী : আগামী ১৯ জানুয়ারী ধলাই জেলায় পালস্‌ পোলিও কর্মসূচী পালিত হবে। এই উপলক্ষ্যে গত ৪ জানুয়ারী ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক শ্রী গোভেকর ময়ূর রতিলাল-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শ্রী প্রশান্ত সিন্‌হা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রী চিতন দেববর্মা, কমলপুর মহকুমাশাসক শ্রী সুশান্ত সরকার, আমবাসা শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ।
 

        সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, উল্লিখিত দিনে ০-৫ বছর বয়সের ৫০,৯৪১ জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলায় ১৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৫৩৭টি কেন্দ্র খোলা হবে এবং ২,১৪৮ জন সম্বন্বয়কারী আধিকারিক এবং ১০৭ জন সুপারভাইজার নিযুক্ত করা হবে এই কর্মসূচীকে সফল করার জন্য। প্রসঙ্গতঃ, এদিন যে সব শিশু এই প্রতিষেধক খাওয়ানো থেকে বাদ পড়বে, তাদেরকে আগামী ২০ ও ২১ জানুয়ারী স্বাস্থ্য কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেবেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, জেলা পর্যায়ে এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান হবে গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu