সিআইটিইউ-এর ডাকা ১২ ঘণ্টা বন্ধের প্রভাব পড়ল কদমতলায়

সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ০৯ জানুয়ারী : গতকাল ১২ দফা দাবীর ভিত্তিতে সিআইটিইউ সহ বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তার প্রভাব পড়ল রাজ্যের বিভিন্ন স্থানে।
উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় ধর্মঘটের প্রভাব পড়েছে। বিশেষ করে দোকানপাট বন্ধ ছিল, আর গাড়ি চলাচল করলেও রাস্তায় যাত্রীসংখ্যা ছিল খুবই কম। সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা ছিল, এবং কর্মচারীদের উপস্থিতিও ছিল নিত্যদিনের মত। তবে প্রতিটি অফিসের সামনে বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা বনধের বিরোধিতায় ঘাঁটি গেড়ে বসে ছিল। এলাকায় ব্যাপক পুলিশ ও টিএসার মোতায়েন থাকায় ধর্মঘটকে ঘিরে কোন ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি ।

কদমতলায় বন্‌ধ-এর কারণে শুনশান সড়ক, দোকানপাট বন্ধ। ছবি : কিশোররঞ্জন হোর।

এদিকে বাম বিধায়ক ইসলাম উদ্দিনের দাবি ধর্মঘট সফল হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অপরদিকে বিজেপি দল এই বনধের বিরোধিতায় পাল্টা মিছিল সংঘটিত করে। কিন্তু শাসকদলের চাপে পড়ে কদমতলা থানার পুলিশ সি আই টি ইউ প্রতিনিধিদের পিকেটিংয়ের পারমিশন দেয়নি।


আরও পড়ুন : আগরতলা-শিলচরগামী দূরপাল্লার ট্রেন মাঝপথ আচমকা বন্ধ : চরম বিপাকে যাত্রীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu