ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘট পালন, কাঞ্চনপুরে পড়েনি তেমন প্রভাব

 
ছবি : টিংকু নাথ।
সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর প্রতিনিধি, ০৯ জানুয়ারী : গতকাল ৮ই জানুয়ারী ১০টি ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দিন উত্তর জেলার কাঞ্চনপুরে স্বাভাবিক পরিস্থিতি পরিলক্ষিত হয়। মহকুমার স্কুল, হাট-বাজার, যানবাহন, মানুষের স্বাভাবিক চলাফেরা, এমনকি মহকুমা কার্যালয়ও খোলা ছিল। সংবাদমাধ্যমের ক্যামেরায় সর্বত্রই স্বাভাবিকতা দেখা গেছে।
কাঞ্চনপুর মহকুমায় বিভিন্ন স্থানে মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী কড়া পাহারা দেওয়ায় কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। কাঞ্চনপুর থানার ওসি শ্রী পরিতোষ দাস- সংবাদমাধ্যমকে জানান যে, এই বন্‌ধে কাঞ্চনপুর মহকুমার কোথাও শ্রমিক ইউনিয়নের কোন পিকেটাররা ছিল না। এদিকে একজন বিএমএস-এর কার্যকর্তার সাথে কথাবার্তায় তিনি জানান, সবারই মনে একটু আতঙ্ক ভাব থাকায় অন্যদিনের মত পথঘাটে লোকজন তেমনি একটা চলাচল করেন নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu