উত্তর জেলা চিরকালই বঞ্চিত!




সবুজ ত্রিপুরা, ৩০ জানুয়ারী : ত্রিপুরা রাজ্য ভারতভুক্তির পর থেকে চিরকালই উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনিক স্তর থেকে শুরু করে শুরু করে উন্নয়নের ধারা থেকে নানভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। একটা রাজ্যকে তখনই উন্নত বলে দাবি করা যাবে, যখন রাজ্যের প্রতিটি জেলা সমহারে ক্রমবিকাশের পথে চলবে। কিন্তু লক্ষণীয় বিষয়, এ রাজ্যের প্রতিটি সরকারই রাজধানীকেন্দ্রিক বিকাশের ধারাকে অব্যাহত রেখে চলেছে। জেলাগুলোকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিশেষতঃ, উত্তর জেলা এর অন্যতম উদাহরণ। ধর্মনগরকে জেলার মর্যাদা দেওয়ার দাবিতে বহু আন্দোলন সংঘটিত করতে হয়েছে। এমনটা কেন হবে ? জেলা ঘোষণার ৮ বছর অতিক্রান্ত হওয়ার পর যদি যুবকদের কর্মসংস্থানের সাথে যুক্ত জেলা শিল্পকেন্দ্রের কার্য্যালয়, জেলা ভোক্তা বিচারালয়, ইত্যাদি জেলাস্তরের কার্য্যালয় স্থাপিত না হওয়া, এটা কি বঞ্চনা নয় ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu