ধর্মনগর উন্মুক্ত ব্যায়ামাগারের শুভ উদ্বোধন



সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিবেদন, ২৪ জানুয়ারী : রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরের বীর বিক্রম ইন্সটিটিউশনের সন্নিকটস্থ ছোট মাঠে এক উন্মুক্ত ব্যায়ামাগার নির্মিত হয়েছে।

ধর্মনগরে স্থাপিত উন্মুক্ত ব্যায়ামাগার(ডানে)। মাননীয় উপাধ্যক্ষ ব্যায়ামাগারে(বাঁয়ে)।
এ উপলক্ষ্যে গতকাল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন কার্য্যক্রম করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিৎ অতিথিদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী মনোজ কান্তি দে।



এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলাধিপতি শ্রী ভবতোষ দাস, শ্রীমতী মলিনা নাথ, শ্রী বিশ্বজিত ঘোষ, শ্রী শ্যামল নাথ প্রমুখরা। ব্যায়ামাগারের উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য সকলের সম্মুখে তুলে ধরেন। 



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu