ধর্মনগর নতুনরূপে দেখল নেতাজী জন্মজয়ন্তী





সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিবেদন, ২৪ জানুয়ারী :  উত্তর জেলায় সাড়ম্বরে পালিত হল ভারতমাতার বীরপুত্র নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৪ তম জন্মজয়ন্তী। এই প্রথমবারের মতো প্রবল উৎসাহ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নেতাজীর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এই কার্য্যক্রমের মূল উদ্যোক্তা হলেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন।


        সবচেয়ে প্রথমে বীর বিক্রম ইন্সটিটিউশনের মাঠে পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রী বিশ্ববন্ধু সেন। এরপর ধর্মনগরের অন্তর্গত সর্বমোট ১৯টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেতাজীর জীবন, কার্য্যাবলী এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের বর্ণাঢ্য প্রদর্শনী সহ র‍্যালী বের করে। র‍্যালিটি গোটা শহর পরিক্রমা করে। উল্লেখ্য, এখন পর্যন্ত কখনও নেতাজীর জন্মদিবসে এরূপ প্রদর্শনী ধর্মনগরে আয়োজিত হয় নি। এই অনুষ্ঠানের সফলতার জন্য তিনি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা যাপন করেছেন। এই মহতী উদ্যোগের কথা উত্তর ত্রিপুরা জেলাবাসী দীর্ঘকাল স্মরণে রাখবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu