সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি
প্রতিনিধি, ০৬ জানুয়ারী : বেহাল দশার ও পূর্ত দপ্তরের অবহেলার শিকার হওয়ার ফলে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার বিভিন্ন
রাস্তাঘাট। বর্ষাকাল বা শুকনো ঋতু, সব সময়ই
অসুবিধার সম্মুখীন হতে
হচ্ছে গাড়ি কিংবা বাইকচালকদের এবং পথচারী গ্রামীণ এলাকার মানুষ সহ স্কুল পড়ুয়া
ছাত্র-ছাত্রীদের।
কদমতলা ব্লকের নাকের ডগা থেকে পঞ্চায়েত
অফিস সংলগ্ন বাঘন-ঝেরঝেরি-কুর্তি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত।
কিন্তু এ সম্পর্কে সম্পূর্ণ পূর্ত দপ্তর উদাসীন। উত্তর জেলার সীমান্তবর্তী সবথেকে বৃহৎ
বাজার হচ্ছে কদমতলা বাজার, যার সাথে যোগাযোগের সম্পর্ক রয়েছে আশপাশের বেশ কয়েকটি
গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনে বসবাসকারী মানুষের।
সড়কের এই দুরবস্থার কথা এলাকার
লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারবার অবগত করলেও তাদের কথায় কোনও প্রকার কর্ণপাত করছেন
না। এ নিয়ে রীতিমতো
ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, অতি সত্ত্বর এই রাস্তাটি মেরামতের
উদ্যোগ গ্রহণ না করলে, রাস্তা সংস্কারের দাবিতে সকলে মিলে বৃহত্তর
আন্দোলন সংগঠিত করবে।
0 মন্তব্যসমূহ