চরম আর্থিক সংকটের সম্মুখীন রাজ্য

সবুজ ত্রিপুরা, ০৬ জানুয়ারী : পরিকল্পনা কমিশনের মেয়াদ বৃদ্ধির ফলে রাজ্য চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মণ এ কথা স্বীকার করে নিয়েছেন। এছাড়া অতিরিক্ত অর্থ পাওয়ারও কোন  অম্ভাবনা নেই। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন হওয়া সত্ত্বেও আর্থিক সঙ্কট মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। কর্মচারীদের ডি এ দেওয়ায়ও আর রাজ্য সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। যারা সরকারের বিভিন্ন কাজকর্ম বাকিতে করেছেন, তাদেরকেও চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি পড়তে হবে এমনটাই মনে করা হচ্ছে। রাজ্যের এই আর্থিক অচলাবস্থা কাটাতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন এখন সেটাই দেখার বিষয়। এই পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে সরকারকে কঠিন মূল্য দিতে হবে।
 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu