![]() |
এস. আই. দূর্গা কুমার রাঙ্খলের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য মুখমন্ত্রীর। ছবি : নিজস্ব। |
সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া
প্রতিনিধি, ০৪ জানুয়ারী : গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
শ্রী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা জেলার তেলিয়ামুড়া মহকুমা সফর করেন। মূলতঃ তিনি
মহকুমার রাঙ্খলপাড়াস্থিত মৃত এস. আই. দূর্গা কুমার রাঙ্খল এবং একই এলাকার মৃত মন্ত্রীজয়
কাইপেং-এর বাড়িতে সফর করেন।
প্রথমে তিনি
ড্রাগ মাফিয়াদের গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে নিহত এস. আই. দূর্গা কুমার রাঙ্খলের বাড়িতে
যান। সেখানে তিনি তাঁর পরিবারের লোকজনের সাথে দেখাসাক্ষাৎ করে কথা বলেন। এরপর পরিবারের
হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন। এরপর একই এলাকায় দুর্ঘটনায় নিহত মন্ত্রীজয়
কাইপেং-এর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে তার পরিবারের সাথে কথাবার্তা বলে সমবেদনা
জানান। তাদের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজনও করেন।
এই দুই পরিবারের প্রতি সমবেদনা ও এস.
আই. দূর্গা কুমার রাঙ্খলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর
এই সফর।
0 মন্তব্যসমূহ