কদমতলায় জাতীয় সেবা প্রকল্পের সাতদিনব্যাপী বিশেষ কার্য্যক্রম






সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ৩১ ডিসেম্বর : উত্তর জেলার কদমতলা ব্লকাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাঘন এলাকায় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস ইউনিটের উদ্যোগে সাতদিনব্যাপী বিশেষ কার্য্যক্রমের গতকাল উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধক তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী সুব্রত দেব বৃক্ষরোপণ করে এই সচেতনতামূলক কর্মসূচীর শুভারম্ভ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অরবিন্দ দেব, এনএসএস কার্য্যক্রম অধিকর্তা শ্রী সমীর কান্তি নাথ, এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অমিতাভ নাথ প্রমুখ।

আজ থেকে শুরু করে আগামী ৫ জানুয়ারি এই কার্য্যক্রম পর্যন্ত চলবে। প্রতিদিন এনএসএস ইউনিটের ভলেন্টিয়ার অর্থাৎ ১২০ জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অতিথিরা বিভিন্ন বিষয়বস্তু - অপরাধ প্রতিরোধ, সড়ক সুরক্ষা, মাদকবিরোধী অভিযান, নারী সুরক্ষা ইত্যাদির উপর আলোচনা করবেন অতিথিরা। এছাড়াও ৪ জানুয়ারী আয়োজিত হবে এক স্বাস্থ্য শিবির।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu