সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৩১ অক্টোবর : লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের আজ জন্মদিন। এ উপলক্ষ্যে গুজরাটের কেভাদিয়ায় নর্মদা নদীর তীরস্থিত বিশ্ববিখ্যাত স্ট্যাচু অব ইউনিটিতে আজ তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী৷
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি আজ সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে উদ্‌যাপন করা হয়েছে৷ এ উপলক্ষে দেশজুড়ে এক ভারত, শ্রেষ্ট ভারত-এর লক্ষ্য অর্জন করার জন্য আয়োজন করা হয়েছে রান ফর ইউনিটি অর্থাৎ ঐক্যের জন্য দৌঁড়

কেভাদিয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের মুর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণে প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে : সংবাদমাধ্যম।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি৷ রাষ্ট্রগঠনে তাঁর ভূমিকা ছিল চির স্মরণীয়৷’ কেভাদিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্য দিবসের অঙ্গীকারও নিয়েছেন প্রধানমন্ত্রী৷

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu